![]() |
রাহুল ভাট |
আজ খবর (বাংলা), বদগাঁও, জম্মু ও কাশ্মীর, ভারত, 14/05/2022 : কাশ্মিরী পন্ডিত রাহুল ভাট হত্যার প্রতিবাদে আজ কাশ্মীরে ফের একবার পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন কাশ্মীরের পণ্ডিতরা। হয়েছে পথ অবরোধও। রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
কাশ্মীরে জঙ্গীদের বন্দুকের নল ঘুরেছে হিন্দু পন্ডিতদের দিকে। এর আগেও হিন্দু পন্ডিতরা আক্রান্ত হয়েছেন কাশ্মীর উপত্যাকায়, বিতাড়িতও হতে হয়েছে উপত্যাকা থেকে। কিন্তু এবার জঙ্গীদের নিশানায় সেই হিন্দু পণ্ডিতরাই।
সূত্র মারফত জানা গিয়েছে রাহুল ভাট কাশ্মিরী হিন্দু পন্ডিত হিসেবে তিন জঙ্গীর শিকার। গত বৃহস্পতিবার জঙ্গীরা চাদুরা জেলার বদগাঁও এলাকায় গুলি করে হত্যা করে নিরীহ স্থানীয় কর্মী রাহুল ভাটকে।
এই ঘটনার প্রতিবাদে গতকাল ব্যাপক আন্দোলনে নামেন হিন্দু পন্ডিতরা। সপরিবারে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের আন্দোলন কড়া হাতে মোকাবিলা করে। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়, কাঁদানে গ্যাস ছুঁড়তেও দেখা যায়।
এরপর ছত্রভঙ্গ হয়েও আন্দোলনকারীদের ফের সমবেত হতে দেখা যায় শেখপুরা এলাকায়। সেখানে তাঁরা প্রধান সড়ক অবরোধ করে দেন। বিক্ষোভকারীরা বলতে থাকেন, "আমাদের ওপর লাঠিচার্জ না করে পুলিশ তো হত্যাকারী জঙ্গীকেই গ্রেপ্তার করতে পারত। "
অবশ্য রাহুল ভাটের হত্যাকারীকে ধরার জন্য পুলিশের তরফ থেকে একটি স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করা হয়েছে। হত্যাকারীর খোঁজে জোরদার তল্লাশিও চালানো হচ্ছে বলে জানানো হয়েছে কাশ্মীর পুলিশের তরফ থেকে।