আজ পিএম কেয়ার্সে চিলড্রেন স্কীমের সুবিধা দেবেন মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ পিএম কেয়ার্সে চিলড্রেন স্কীমের সুবিধা দেবেন মোদী

Share This

আজ পিএম কেয়ার্সে চিলড্রেন স্কীমের সুবিধা দেবেন মোদী


আজ খবর (বাংলা), দেশের খবর, নতুন দিল্লী, ভারত, 30/05/2022 : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০শে মে সকাল ১০টা৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম থেকে সুবিধাভোগীদের সাহায্য করবেন। শ্রী মোদী স্কুলপড়ুয়াদের বৃত্তি প্রদান করবেন। এছাড়া ওই অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে পিএম কেয়ার্স ফর চিলড্রেনের পাসবই এবং আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী  জন আরোগ্য যোজনার  হেলথ কার্ড তুলে দেওয়া হবে ।

২০২০র ১১ই মার্চ থেকে ২০২২ এর ২৮শে ফেব্রুয়ারী সময়কালে কোভিড-১৯

মহামারীর কারণে যে সব শিশু তাদের মা-বাবা দুজনকেই অথবা আইনি অভিভাবক বা দত্তক পিতা-মাতাকে হারিয়েছে, তাদের সাহায্যের জন্য ২০২১-এর ২৯শে মে শ্রী মোদী  পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম প্রকল্পটির সূচনা করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল শিশুদের সর্বাঙ্গীণ সুরক্ষার জন্য স্থিতিশীল কিছু ব্যবস্থাগ্রহণ করা; যেমন তাদের শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা করা, ২৩ বছর না হওয়া পর্যন্ত স্বনির্ভর হবার জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া এবং সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা। শিশুদের  pmcaresforchildren.in –এ   নাম নথিভুক্ত করতে হবে।এক জানলা ব্যবস্থার এই পোর্টালে শিশুদের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করা আছে ।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages