আজ খবর (বাংলা), ধুপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 01/05/2022 : চোর সন্দেহে এক ব্যক্তিকে বেদম প্রহার করা হল। পরে ঐ ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উত্তেজনা বাড়ে।
ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গের ধুপগুড়িতে। সেখানকার এক কোল্ড স্টোরেজ মালিক চোর সন্দেহে তাঁরই এক কর্মীকে জোর করে শিলিগুড়ির খালপাড়া থানায়।
অভিযোগ উঠেছে, খালপাড়া থানায় ঐ কর্মীকে আটকে রেখে বেদম প্রহার করা হয়। তারপর বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঐ কর্মী গয়েরকাটায় তার বাড়িতে ফিরে গিয়ে রীতিমত অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত ঐ কর্মী গয়েরকাটার একজন তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে।
গোটা ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলিগুড়ি খালপাড়া থানার ওসি এবং ঐ কোল্ড স্টোরেজের মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে থানায়।