বিশেষভাবে সক্ষম শিশুকে হেনস্থা, ইন্ডিগোকে 5 লক্ষ টাকা জরিমানা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিশেষভাবে সক্ষম শিশুকে হেনস্থা, ইন্ডিগোকে 5 লক্ষ টাকা জরিমানা

Share This

বিশেষভাবে সক্ষম শিশুকে হেনস্থা, ইন্ডিগোকে 5 লক্ষ টাকা জরিমানা
ফাইল চিত্র


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 28/05/2022 : বিশেষভাবে সক্ষম এক শিশুকে বিমানে উঠতে না দেওয়ার অপরাধে আজ ইন্ডিগো বিমান সংস্থাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হল। 

ঘটনাটি ঘটেছিল চলতি মাসের 7 তারিখে ঝাড়খণ্ডে। পরিবারের বাকি সদস্যদের সাথেই সেদিন রাঁচির বিমানবন্দরে ঠিক সময়েই এসে উপস্থিত হয়েছিল শিশুটি। সে ঠিকমত চলাফেরা করতে পারে না, বেশ কিছুটা মন্থর গতিতে সে চলাফেরা করে। বিশেষভাবে সক্ষম হওয়ার জন্যেই সেদিন বিমানে উঠতে দেওয়া হয় নি এই শিশুকে। এমনকি বিশেষভাবে সক্ষম এই শিশুটির প্রযোজনীয় ব্যব্স্থা ও আয়োজনের বন্দোবস্তও করে নি তারা। সেদিন এই ঘটনার প্রতিবাদে মুখর হয় ঐ পরিবার। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানানো হয়। 

এরপরেই নড়েচড়ে বসে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। গত 17 তারিখ এই ব্যাপারে ইন্ডিগো কর্তৃপক্ষকে চিঠি দিয়ে শো কজ করা হয়। গোটা ঘটনাটির জন্যে রীতিমতো কমিটি তৈরি করে তদন্ত করা হয়। ঐ শিশুটির বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্ডিগোকে সুযোগ দিতে তাদের ডেকে শুনানি চালানো হয়।

এর পরেই দোষী সাব্যস্ত করা হয় ইন্ডিগো বিমান সংস্থাকে। ঐ ঘটনার জন্যে ইন্ডিগো বিমান সংস্থাকে মোট 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ঐ বিমান সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages