আজ খবর (বাংলা), পুনে, মহারাষ্ট্র, 15/05/2022 : শনিবার পুনেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগে 2000 রানের মাইলষ্টোন টপকে রেকর্ড স্থাপন করলেন অল রাউন্ডার এন্ড্রু রাসেল। পাশাপাশি দ্রুততম 2000 রান তোলার রেকর্ডও গড়লেন তিনি।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে অল রাউন্ডার এন্ড্রু রাসেল ব্যাটে ঝড় তুলতে শুরু করেন। তিনি 28 বলে 49 রানের সাইক্লোন ইনিংস উপহার দেন। তাঁর অপরাজিত ইনিংসে বাউন্ডারি ছিল 3টি, এবং ওভার বাউন্ডারি ছিল মোট 4টি। অসাধারণ ব্যাটিং করেছেন তিনি।
আইপিএলে এই সেশনে 11তি ইনিংস খেলে রাসেল মোট 330 রান করেছেন। তাঁর বর্তমান গড় 41.25; তাঁর সেরা স্কোর হল 70 রানের অপরাজিত একটি ইনিংস। গতকাল বিধ্বংসী ব্যাট করেই কাঙ্ক্ষিত জয় ও পয়েন্ট দুইই তুলে নিয়েছে শাহরুখ খানের দল কেকেআর।