আজ খবর (বাংলা), বারুইপুর, দক্ষিন 24 পরগনা, 13/05/2022 : নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ডের আদেশ বারুইপুর মহকুমা আদালতে।
এক নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্তর ২০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ২ মাসের জেলের নির্দেশ দিল বিচারক। বৃহস্পতিবার বারুইপুর অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার মান্না এই রায় ঘোষণা করেন।
সরকারি আইনজীবী রুনু রাজ মন্ডল বলেন, ১০ই আগস্ট ২০১৯ সালে মৈপীঠ উপকূল থানা এলাকার ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ওঠে 20 বছরের যুবক বিশ্বজিত দলুই ওরফে ভীষ্মর বিরুদ্ধে।
নাবালিকার বাবা থানায় অভিযোগে জানায়,স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয় নাবালিকাকে। এরপরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । সেই কেসের শুনানির পর আজ বৃহস্পতিবার কুড়ি বছরের সাজা ঘোষণা হল বারইপুর ফৌজদারি আদালতে।