FATF থেকে বাঁচতে হাফিজ্কে জেলে পাঠালো পাকিস্তান ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


FATF থেকে বাঁচতে হাফিজ্কে জেলে পাঠালো পাকিস্তান !

Share This

FATF থেকে বাঁচতে হাফিজ্কে জেলে পাঠালো পাকিস্তান !


আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, 12/04/2022 : FATF এর উত্তাপ থেকে বাঁচতে হাফিজ সইদকে সুদীর্ঘকালের জন্যে জেলে পাঠিয়েও কি শেষ রক্ষা করতে পারবে পাকিস্তান ? 

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহাবাজ শরীফ। দাদা নওয়াজ শরীফের ছত্রছাওয়ায় রাজনীতি এবং কুটনীতির অনেক কিছুই তিনি নাকি শিখেছেন। কিন্তু এই মুহুর্তে পাকিস্তানের পরিস্থিতি এতটাই খারাপ যে মসনদে পট পরিবর্তন করেও খুব বেশি সুরাহা হবে বলে মনে হয় না।

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বেশ খারাপ। সব জিনিসের দাম অগ্নিমুল্য হয়ে রয়েছে। এই ব্যাপারে পাকিস্তানে আম জনতার মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। সেই ক্ষোভ প্রশমিত হল না। করের বোঝা বাড়ল। আবার রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল। 

আর কয়েক সপ্তাহ বাদেই বসতে চলেছে FATF (বিশ্ব ঋণ নিয়ন্ত্রক সংস্থা) র নতুন সভা। এই সংস্থা নির্ণয় করে কোন দেশ কত ঋণ পাবে অথবা পাবে না। এই সংস্থা পাকিস্তানকে ধুসর তালিকাভুক্ত করে রেখেছে। কেননা এই আন্তার্জাতিক সংস্থা মনে করে বিভিন্ন দেশ ও সংগঠন থেকে আর্থিক অনুদান পেয়ে পাকিস্তান সেটা জঙ্গী কার্যকলাপের জন্যে খরচ করে। তাই পাকিস্তানকে ধুসর তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই যদি পাকিস্তান এটা প্রমান করতে না পারে যে তারা তাদের দেশে জঙ্গীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নি, তাহলে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। 

বিশ্ব আর্থিক নিয়ন্ত্রক সংস্থার ছেঁকা থেকে বাঁচতেই তাই লস্কর ই তৈবা জঙ্গী সংগঠনের প্রধান হাফিজ সইদকে চুড়ান্ত রাজনৈতিক সঙ্কটের মধ্যেও 31 বছরের জন্যে জেলে পাঠানো হল। দুটি জঙ্গী সংগঠনকে ফান্ডিং করার অভিযোগ রয়েছে হাফিজের বিরুদ্ধে।

হাফিজের ছেলেকেও জঙ্গী হিসেবে চিহ্নিত করা হল সরকারীভাবে। আর এই সব কিছুই করা হল ইমরানের মসনদে বসে থাকার শেষ দিনে। 

কিন্তু জঙ্গী ঠেকাতে পাকিস্তানের এই ন্যুনতম পদক্ষেপ কি আদৌ কোনো প্রভাব ফেলবে আন্তর্জাতিক মহলে ? এখন সেটাই দেখার।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages