আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 25/04/2022 : তিন দফা দাবিতে সোমবার সকালে রাস্তায় নামল দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারিয়ার ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।
দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারিয়ার ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন ৩ দফা দাবি নিয়ে সোমবার সকালে শিলিগুড়ি সেবক রোডের রাস্তায় বিক্ষোভ করে, এই বিক্ষোভ চলাকালীন সিপিএম নেতা দিলীপ সিং বলেছেন যে "শিলিগুড়ির সমস্ত পরিবহন মালিক শ্রমিকদের দাবি অস্বীকার করছে। 5 বারের বেশি মিটিং হয়েছে, তারপরও তার কোনো সমাধান বেরিয়ে আসেনি, তাই আজ অর্ধেক সময় কাজ বন্ধ রাখার পরে, শিলিগুড়ি শহরের সমস্ত পরিবহনের জন্য এবং তাদের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের পক্ষ থেকে আধাদিনের টোকেন ধর্মঘট পালন করা হয়েছে।"
যেভাবে পণ্যের দাম বাড়ছে এবং শ্রমিকরা যেভাবে কাজ করছেন সে অনুযায়ী টাকা পাচ্ছেন না, এই বিক্ষোভের পরও পরিবহন মালিকরা যদি তাদের দাবি না মানেন তবে শ্রমিকদের সমর্থনে একটি বড় আন্দোলন করা হবে, এই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি শহরের ডন বস্কো মোড়ে সিপিআইএম অফিস থেকে শুরু হয়ে সেবক রোড হয়ে পার্টি অফিসে গিয়ে শেষ হয়।