আজ খবর (বাংলা), বারামুলা, জম্মু ও কাশ্মীর, ভারত, 21/04/2022 : আজ সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পারিশওয়ানি এলাকায় জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেঁধে গিয়েছে।
গোপন সূত্রে জঙ্গী থাকার খবর পেয়ে পারিশওয়ানি গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আজকের এই বাহিনীতে কাশ্মীর পুলিশের সাথে যৌথ অভিযানে নেমেছে ইণ্ডিয়ান আর্মি। গোটা এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
এখনও পর্যন্ত অবশ্য ঐ ঘটনাস্থল থেকে কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নি।
Loading...