আজ খবর (বাঙলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/03/2022 : আইন অনুযায়ী রাজ্যের সিনেমা হল গুলিতে বাধ্যতামূলক ভাবে বাংলা সিনেমা দেখানো হচ্ছে কিনা রাজ্য সরকার তা জানতে চেয়েছে।
গত তিন বছরে ওই সব সিনেমা হলে কটা বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর সব সিঙ্গেল স্ক্রিন হলের মালিক ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
সেই চিঠিতে বলা হয়েছে,১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স সিনেমা হলে বাংলা সিনেমার প্রদর্শন বাধ্যতামূলক। বিগত তিনটি আর্থিক বছরে অর্থাৎ ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন সিনেমা হলে নিয়ম মেনে কটি বাংলা সিনেমা দেখানো হয়েছে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের সিনেমা হলগুলিতে অন্যান্য ভাষার ছবির পাশাপাশি বাধ্যতামূলকভাবে যাতে নিয়মিত বাংলা সিনেমা দেখানো হয়, তা নিয়ে সোচ্চার হয়েছিল বাংলা পক্ষ। এই ব্যাপারে রীতিমতো আন্দোলনে নেমেছিল তারা। শেষ পর্যন্ত তাদেরই জিৎ হয়েছে এবং রাজ্যের সিনেমাহলগুলিতে বাংলা ছবি দেখানো আবশ্যিক হতে চলেছে।