আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 13/04/2022 : কামারহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিলর হলেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র।
কামারহাটি পৌরসভা নির্বাচনে কামারহাটির 16 নম্বর ওয়ার্ড থেকে ৪৫৭০ ভোটে জয়ী হয়েছিলেন মদন মিত্রের পুত্রবধূ। এবার রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী কনিষ্ঠপুত্র সূত্রের স্ত্রী মেঘনা মিত্র কামারহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর শিক্ষা দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিলের দায়িত্ব পেলেন।
এদিন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার তত্ত্বাবধানে শপথ গ্রহণের পর মেঘনা মিত্রকে ঘিরে তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভেচ্ছা জানাতে তার কর্মী-সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানায়।
কামারহাটির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিক্ষার আলো পৌঁছে দেবেন মদন মিত্রের পুত্রবধূ। শিক্ষার প্রসার ঘটাতে কামারহাটি বাসীদের জন্য আগামী দিন বিশেষ পরিকল্পনা করার কথা বলেছেন নব নির্বাচিত CIC মেঘনা মিত্র। তিনি বলেন, "আগামী দিন শিক্ষার আলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব।" এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তিনি।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার