আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 13/04/2022 : স্বাস্থ্য ভবনের নির্দেশমত জলপাইগুড়ি এবং বিভিন্ন জেলায় মর্যাদার সাথে পালিত হচ্ছে হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ।
হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হয়েছে। বুধবার জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলা সদর হাসপাতালের ডিআরএস ভবনে হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃদুল ঘোষ, জেলা আয়ুষ বিভাগের প্রধান কল্যাণ মুখোপাধ্যায় প্রমুখ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ পালন করা হবে। হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার প্রসার বাড়াতে ট্যাবলো ও প্রচারপত্র বিলি করা হচ্ছে জেলা জুড়ে।