আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 08/04/2022 : এবার ভারতের সীমান্তের খুব কাছাকাছি জায়গা দিয়েই পূর্ব দিক দিয়ে চীন রাস্তা বানিয়ে বাংলাদেশে ঢুকতে চাইছে। এই বিষয়ে তারা একটি নতুন ডিজাইনও তৈরি করেছে।
এর আগে ভারতের প্রবল আপত্তি থাকা সত্বেও পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চীন থেকে পাকিস্তান পর্যন্ত বানিজ্যিক সড়ক বানিয়েছিল চীন।
বেজিং এবার একটা বানিজ্যিক সড়কপথ তৈরি করছে, যা দিয়ে তারা মায়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছানো। বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব কায়েম করা। এর আগে ভুটানের ডোকালাম দিয়েও তারা বঙ্গোপসাগরের দিকে এগোতে চেয়েছিল। একইভাবে চীন পাকিস্তানকে ব্যবহার করে আরব সাগরে পৌঁছাতে পেরেছে।
চীনের টার্গেট ছিল আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। পাকিস্তানের ওপর দিয়ে হাই ওয়ে তৈরি করে তারা ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে। শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার শর্তে এমন পর্যুদস্ত করে তুলেছে যে সেই দেশের এখন দেউলিয়া হওয়ার জোগার। কিছু বন্দর অঞ্চলের দখল নিয়েছে চীন। সুতরাং ভারত মহাসাগরে পৌঁছানোও প্রায় পাকা হয়ে গিয়েছে। এরপর বাংলাদেশের ওপর দিয়ে যদি বঙ্গোপসাগরেও পৌঁছে যায় চীন, তাহলে দক্ষিন চীন সাগরের সাথে সাথে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের বিশাল জলরাশির ওপর বানিজ্যিক শাসন তারা কায়েম করতে পারবে। শুধু তাই নয়, এভাবে ভারতকেও চতুর্দিক থেকে ঘিরে ধরা যাবে। ভারতীয় নৌ বাহিনীকে চাপে ফেলে দেওয়া যাবে। আর সেই লক্ষ্যেই একটু একটু করে সুকৌশলে এগিয়ে চলেছে চীন। আর এভাবেই গোটা বিশ্ব জুড়ে বানিজ্যিক সড়ক বানিয়ে ফেলে দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে চায় চীন প্রজাতন্ত্র।