ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে মমতা

Share This

ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে মমতা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/04/2022 : যুদ্ধ বিদ্ধ্বস্ত ইউক্রেন থেকে বাংলার যে সব ছাত্র ছাত্রীরা পড়াশুনা থামিয়ে চলে আসতে এক রকম বাধ্য হয়েছিলেন, এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

যুদ্ধ বিদ্ধ্বস্ত ইউক্রেন থেকে বাংলায় ফিরে এসেছিলেন 412 জন মেডিক্যাল ছাত্র রয়েছেন।  (যার মধ্যে 409 জন এমবিবিএস, 3 জন ডেন্টাল স্টুডেন্ট আছেন। এছাড়াও আছেন 6 জন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, 1 জন পশু চিকিৎসার স্টুডেন্ট ছাড়াও 3 জন পরিযায়ী শ্রমিকও রয়েছেন।)

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বলেন, "যাঁরা যুদ্ধ বিগ্রহের কারনে ইউক্রেন থেকে ফিরে আসতে বাধ্য হলেন, তাঁদের পাশে কেন্দ্র সরকার দাঁড়াতে চাইছে না। তাই পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে। কেন্দ্র সরকার এই পড়ুয়াদের কাছে শুধুমাত্র জানতে চেয়েছে যে তারা পোল্যান্ড কিম্বা হাঙ্গেরিতে পড়তে যেতে চায় কি না ! কিন্তু ইউক্রেনে পড়তে গিয়ে এই পড়ুয়াদের পরিবারগুলি অনেক অর্থ ব্যয় করে ফেলেছে। এই পরিবারগুলো আর নতুন করে বিপুল অর্থ কোথায় পাবে ?  সে ক্ষেত্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের কেরিয়ার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আমরা ঐ পড়ুয়াদের জন্যে আলাদা পরিকল্পনা গ্রহণ করেছি।"

মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন যে কমিটির শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্য সচীব, স্বাস্থ্য সচীব ও শিক্ষা সচীব। ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে। ষষ্ঠ বছরের 23 জন মেডিক্যাল স্টুডেন্টসকে বিভিন্ন মেডিকেল কলেজে শর্ত সাপেক্ষে জায়গা দেওয়া হতে পারে। পঞ্চম বর্ষের 43 এবং চতুর্থ বর্ষের 92 জন পড়ুয়াকে বিভিন্ন মেডিক্যাল কলেজে (15-20 জন প্রতি কলেজে, মোট 135 জন) শর্ত সাপেক্ষে জায়গা দেওয়া হতে পারে। 

এছাড়াও তৃতীয় ও দ্বিতীয় বর্ষের মোট 172 জনকে বিভিন্ন কলেজে আপাতত প্র্যাকটিকাল ক্লাস করার অনুমতি দেওয়া হতে পারে। এছাড়া 2021 সালে যারা নিট ক্লিয়ার করেছে সেইসব প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের নতুন করে কাউন্সেলিংএ যোগ দিতে দেওয়া হবে। যদি কেউ বেসরকারি কলেজে ভর্তি হতে চান, তাহলে সেইসব কলেজকে ভর্তির খরচে ছাড় দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages