আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 12/04/2022 : এসএসসি মামলায় আদালতের নির্দেশে আজই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই এর মুখোমুখি হতে হবে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে।
এসএসসি মামলায় অবৈধ এবং বেআইনিভাবে শিক্ষা দপ্তরে নিয়োগ করা হয়েছিল। সেই সময় একটি কমিটিও গঠন করা হয়েছিল, সেই কমিটিও বে আইনি বলে ঘোষিত হয়েছে। এই মামলার দায় এড়াতে পারেন না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই কারনেই আজ পার্থ চ্যাটার্জিকে সিবিআই দপ্তরে যেতে বলেছে আদালত।
এসএসসি, গ্রেডডি, নবম ও দশম শ্রেণীতে বেআইনিভাবে নিয়োগের এবং দুর্নীতির জন্যে তাৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই এর সামনে হাজিরা দিতে বললেন হাইকোর্টের বিচারপতি অভিজিত গাঙ্গুলী।
হাইকোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে বলা হয়েছে পার্থবাবু শরীর খারাপ দেখিয়ে যাতে উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি না হন। প্রয়োজনে পার্থবাবুকে সিবিআই গ্রেপ্তারও করতে পারে বলে জানানো হয়েছে।
হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। কিন্তু জানা যাচ্ছে, সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন পার্থ চ্যাটার্জির আইনজীবীরা। এখন এটাই দেখার ডিভিশন বেঞ্চ কি রায় দেয়।
আজ খবর - নতুন আপডেট : ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর আগামীকাল পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। সুতরাং আগামীকাল পর্যন্ত স্বস্তি পেলেন পার্থবাবু।