আজ চার হাত এক হচ্ছে রণবীর আলিয়ার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ চার হাত এক হচ্ছে রণবীর আলিয়ার

Share This

আজ চার হাত এক হচ্ছে রণবীর আলিয়ার


আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 14/04/2022 : এতদিন ধরে রণবীর অর আলিযার প্রেম নিয়ে নানান আলোচনা আর গুজবের বন্যা বয়ে যেত, আর আজ সেই রণবীর-আলিযার চার হাত এক হয়ে গেল। 

আজ মুম্বইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভবিবাহ সম্পন্ন হচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। আগামী 17 তারিখে মুম্বইয়ের তাজ হোটেলে একটি মেগা রিসেপশন পার্টি দেওয়া হয়েছে। চাঁদের হাট বসবে সেই রিসেপশনে। গত বুধবার বিশেষ পূজা ও মেহেন্দি অনুষ্ঠান সেরে নেওয়া হয়েছে।

আজ দুজনের বিয়ের অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনী, করিনা কাপুর খান, করিশমা কাপুর, সোনি রাজ্দান, শাহিন ভাট, লব রঞ্জন, করণ জোহর, অয়ন মুখার্জি সহ অন্যান্য পারিবারিক বন্ধু ও আত্মীয়দের। সন্ধ্যে সাট্টার সময় নব দম্পতির ফটো সেশন শুরু হওয়ার কথা রয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages