আদালতের নির্দেশে পার্থ স্বস্তিতে আরও এক মাস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আদালতের নির্দেশে পার্থ স্বস্তিতে আরও এক মাস

Share This

আদালতের নির্দেশে পার্থ স্বস্তিতে আরও এক মাস


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/04/2022 : কলকাতা হাইকোর্টে আপাতত চার সপ্তাহের জন্যে স্বস্তি পেলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। 

গতকাল বিচারপতি অভিজিত গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চ শিক্ষা দপ্তরের একটি দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই নিজাম প্যালেসে গিয়ে সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি বসার নির্দেশ দেন। কলকাতা হাইকোর্ট থেকে এমন নির্দেশ আসতেই হৈচৈ পড়ে যায় বিভিন্ন মহলে। কেননা সিবিআই প্রয়োজনে পার্থবাবুকে গ্রেপ্তারও করতে পারে বলে নির্দেশে জানিয়েছিল উচ্চ আদালত। গতকালই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থবাবু। গতকালের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল মামলাটির শুনানি করা হবে আজ।

সেই মত আজ ঐ মামলার শুনানি করা হয় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়ে জানিয়েছে, শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সিবিআই এখনই জেরা করতে পারবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে মে মাসের 13 তারিখে। আদালত নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিবিআই এই তদন্তে শিল্পমন্ত্রীকে আর জিজ্ঞাসাবাদ করবে না। 

সুতরাং এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আরও একবার স্বস্তিতে রইলেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages