আজ খবর (বাংলা), কামারহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 11/04/2022 : কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালুরচর খেলার মাঠ প্রাঙ্গনে আয়োজিত হয় স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণের নতুন এক কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের। যেখানে চাকরির নানারকম পরীক্ষা এবং কম্পিউটারের বিষয় নানারকম কোর্স করার সুবিধা দেওয়া হবে বিনামূল্যে।
কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তমাশ্রী বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের হাত দিয়ে ফিতে কেটে এই বিনামূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোকেন ইংলিশের বই বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। সাংসদ তহবিল থেকে যথাযোগ্য সাহায্যের আশ্বাস সৌগত রায়ের।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার