আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ভারত, 22/04/2022 : পুলওয়ামার মত করেই এবার সিআইএসএফ-এর বাসে জঘন্যভাবে হামলা চালালো কাশ্মীরের জঙ্গীরা।
আজ ভোর 4:24 নাগাদ সিআইএসএফ বাসের ওপর হামলা চালায় কাশ্মীরের জঙ্গীরা। ঘটনাটি ঘটেছে জম্মুর কাছে চাড্ডা ক্যাম্পের কাছে। ঐ সময় শিফট ডিউটি চলছিল। সেই সময়েই জঙ্গীরা জওয়ানদের ওপর বর্বরোচিত আক্রমণ করে।
এই ঘটনায় একজন সিনিয়ার সিআইএসএফ অফিসার শহীদ হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এক সিআইএসএফ জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দুদিনের সফরে ইংলণ্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে এসেছেন। আজ বরিসের সাথে মোদীর বিশেষ বৈঠক হওয়ার কথা আছে। সেই দিনেই জম্মু ও কাশ্মীরে নাশকতার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গীরা।
এছাড়াও গতকাল জম্মু ও কাশ্মীরের বারামুলা অঞ্চলে জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর যে গুলির লড়াই বেঁধেছিল, সেই লড়াইয়ে ঘটনাস্থলেই মোট 2 জঙ্গীর মৃত্যূ হয়েছে বলে জানা গিয়েছে।
নিউজ আপডেট : জঙ্গীদের সাথে এনকাউনটারে মোট 4 জন জওয়ান আহত হয়েছেন। তাঁদেরকে দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাল্টা সংঘর্ষে মোট 4 জঙ্গীর মৃত্যূ হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা এলাকাটিকে ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছেন সিআইএসএফ জওয়ানরা।