আজ খবর (বাংলা), নৈহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 21/04/2022 : গাড়ির প্রথম কিস্তির তাকা মেটাতে বা পারলেও জীবন দিয়ে মূল্য দিতে হল এক ব্যবসায়ীক।
একমাস আগে নৈহাটি সাহেব কলোনি এলাকার একটি গাড়ি শোরুম থেকে ফাইনান্স এ নতুন গাড়ি কিনে প্রথম কিস্তির 45 হাজার টাকার চেক বাউন্স হওয়ায় বাইক ক্রেতা সাদ্দাম হোসেনকে শোরুম থেকে ডাকা হয়।, মঙ্গলবার এর পর তিনি আর বাড়ি ফেরেন নি।
বুধবার পর্যন্ত বাড়ির লোক তার কোন খোঁজ না পেয়ে এদিন বিকেলে বাড়ির লোককে শোরুম থেকে খবর দেয়া হয় তাঁদের ছেলে অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি। এরপর তাঁরা দেখতে আসেন। তাঁরা দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছে ছেলে।
![]() |
সাদ্দাম হোসেন |
থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে জানা যায় ঝুলন্ত অবস্থায় শোরুম থেকে উদ্ধার হয়েছে সাদ্দাম হোসেনের দেহ পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ও ই শোরুমের লোকেদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।
রিপোর্ট : দেবকল্প রায়