আজ খবর (বাংলা), ক্যানিং, দক্ষিন 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 13/04/2022 : পুলিশের ফাঁদে ধরা দিল এক বাইক চোর। সে ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে।
পুলিশের জালে ধরা পড়লো এক মোটর বাইক চোর। ধৃতের কাছ থেকে একটি চোরাই মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।ধৃত মোটর বাইক চোরের নাম সফিকুল লস্কর। ধৃতের বাড়ি জীবনতলা দেউলির মদনখালি এলাকায়।
ধৃতকে জিঞ্জাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া চোরাই মোটর বাইকটি তালদি বাজার এলাকা থেকে সে চুরি করেছিল। পাশাপাশি বাইক চুরির সাথে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে ধৃতকে জিঞ্জাসাবাদ করে জানার চেষ্টা করছে জীবনতলা থানার পুলিশ।
রিপোর্ট : কুতুব উদ্দিন মোল্লা :ক্যানিং
Loading...