পার্ক সার্কাসে পালিত হল স্বাস্থ্য দিবস, গুরুত্ব পেল শিশু স্বাস্থ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পার্ক সার্কাসে পালিত হল স্বাস্থ্য দিবস, গুরুত্ব পেল শিশু স্বাস্থ্য

Share This

পার্ক সার্কাসে পালিত হল স্বাস্থ্য দিবস, গুরুত্ব পেল শিশু স্বাস্থ্য


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/04/2022 : আজ 7এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ (পার্ক সার্কাস)পালন করা হয়। 

প্রতিদিন বাড়ছে দূষণের মাত্রা। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 6.5 মিলিয়ন মাইক্রোগাম মৃত্যু ঘটছে দূষণের ফলে যার মধ্যে 60% মৃত্যু ঘটছে হৃদরোগের কারণে। সিওপিডি বা COPD হল ফুসফুসের রোগ যা কিনা বর্তমানে বিশ্বের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।  প্রতি বছর দূষণের ফলে আনুমানিক ৯.০ মিলিয়ন  অকাল মৃত্যু ঘটছে। 

প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষ্যে ইনস্টিটিউট চাইল্ড হেল্থ হাসপাতালে স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব শীর্ষক বিষয়ক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।  উক্ত আলোচনায় একাধিক অভিজ্ঞ চিকিৎসকরা নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন। 

এদিন আলোচনায় হাজির ছিলেন সিনিয়র সুরূপা বাসু ডিপুটি ডিরেক্টর ইনস্টিটিউট চাইল্ড হেল্থ ,,অরুপ হালদার উডল্যান্ডস হসপিটাল,,ডা: অপুর্ব ঘোষ,ডঃ মৈনাক মজুমদার ফর্টিস হসপিটাল, সুমন মল্লিক নারায়না হসপিটাল সহ অন্যান্যরা।

রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages