নিউ জলপাইগুড়ি দেশের নতুন ইমিগ্রেশন চেক পয়েন্ট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নিউ জলপাইগুড়ি দেশের নতুন ইমিগ্রেশন চেক পয়েন্ট

Share This

নিউ জলপাইগুড়ি দেশের নতুন ইমিগ্রেশন চেক পয়েন্ট


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 21/04/2022 : ভারত ও বাংলাদেশের মধ্যে বানিজ্য ও পর্যটন বৃদ্ধির লক্ষ্যে আন্তার্জাতিক সীমান্ত পার করার জন্যে নিউ জলপাইগুড়িকে নতুন চেক পোস্ট হিসেবে চিহ্নিত করল ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নিউ জলপাইগুড়িকে নতুন চেকপোস্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আজ একটি বিজ্ঞপ্তি দিয়েছে।  বর্তমানে ইমিগ্রেশন ব্যুরোর তিনটি চেক পোস্ট রয়েছে।  চিৎপুর, গেদে ও হরিদাসপুর। এবার সেই তালিকায় যুক্ত হল নিউ জলপাইগুড়ির নাম। 

আজ থেকে নিউ জলপাইগুড়ি হল সব ধরনের যাত্রীদের ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশে যাওয়া অথবা বাংলাদেশ থেকে ভারতে আসার জন্যে বৈধ ইমিগ্রেশন পয়েন্ট। এই মর্মে অবিভাসন মন্ত্রক, মহাসড়ক মন্ত্রক, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রীর দপ্তর ও সংশ্লিষ্ট সব মন্ত্রকই সম্মতি জানিয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামের একটি ট্রেনের উদ্বোধন কিছুদিন আগেই করেছিলেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। তবে এর আগেই চলতে শুরু করেছিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। দুই দেশের মধ্যে তিনটি প্যাসেঞ্জার ট্রেন চলার কথা থাকলেও দুই দেশেই করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এই ট্রেনগুলি বন্ধ ছিল। দুই দেশের করোনা পরিস্থিতি উন্নত হলেই ফের চলতে শুরু করবে এই ট্রেনগুলি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages