আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/04/2022 : মুকুল রায় কোন দলের বিধায়ক ? বিজেপি না তৃণমূল ? এই নিয়ে তরজা উঠেছে চরমে। এক অভূতপূর্ব প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে বিধানসভা। এই প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াস চালাচ্ছেন বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়।
গত বছর বিজেপিতে থাকার সময় ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুল রায়। এই সময় তিনি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির পদেও ছিলেন।
কিন্তু ভোটে জেতার কিছুদিন পরেই মুকুল রায় বিজেপির সাথে সব সম্পর্ক ত্যাগ করে অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অথচ সেই সময় তিনি তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নি। অর্থাৎ বিজেপির টিকিটে বিধায়ক হয়েই তিনি দল বদল করে নেন এবং বিধানসভায় অংশগ্রহণ করতে চান। এই নিয়ে প্রথম থেকেই ঘোর আপত্তি তুলেছিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর বক্তব্য ছিল বিধানসভাকে পরিস্কার করে জানাতে হবে মুকুল রায়ের এভাবে বিধায়ক পদ প্রত্যাহার না করে অন্য দলে যোগ দেওয়া বৈধ না অবৈধ ? বিধানসভাকে জানাতে হবে মুকুল রায় কোন দলের ?
এই তরজা রীতিমত বিধানসভায় শুনানি পর্যন্ত গড়িয়েছে। আজ তৃণমূলের তরফে বক্তব্য পেশের শুনানি ছিল। তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের বক্তব্য মুকুল রায় আদৌ তৃনমুলে যোগ দেন নি। তিনি বিজেপিতেই আছেন। বিজেপির তরফের আইনজীবীদের বক্তব্য, মুকুল রায় গত বছর নির্দিষ্ট দিনে তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। প্রেস কনফারেন্সে অংশ গ্রহণও করেছিলেন।
তৃণমূলের তরফ থেকে অবশ্য সে সব অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, সেই সময় মুকুলবাবুর স্ত্রী মারা গিয়েছিলেন, তাঁর মানসিক অবস্থা ভাল ছিল না। তাই সৌজন্য সাক্ষাতের জন্যে তিনি তৃণমূল ভবনে সেদিন গিয়েছিলেন। তৃণমূলের আইনজীবীদের এই যুক্তি যে ঠিক না, তার সপক্ষে প্রমান ও তথ্য বিধানসভার অধ্যক্ষের হাতে আগামীকাল তুলে দেবেন বিজেপির আইনজীবীরা।
মুকুল রায় তৃণমূলের নাকি বিজেপির ? এই তরজা চল্তে থাকলেও সংবাদ মাধ্যমের সামনে মুকুল রায় নিজেই একবার বলেছিলেন, "যাহা বিজেপি, তাহাই তৃণমূল !!"