বিদায়বেলায় ইমরান খান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিদায়বেলায় ইমরান খান

Share This

বিদায়বেলায় ইমরান খান


আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, 09/04/2022 : কোনোরকম কৌশল আর কাজে এল না। পাকিস্তানের সুপ্রীম কোর্টের নির্দেশে আজ ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতেই হচ্ছে। 

ইসলামাবাদে এসেম্ব্লিতে ভোটাভুটির জন্যে সকলেই আসতে শুরু করেছেন। চলে এসেছেন বিরোধী দলনেতা সেহেবাজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জার্দারি, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর ভাইস প্রেসিডেনট মরিয়ম নওয়াজ প্রমুখ। পার্লামেন্টে এসে শীর্ষ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া হবে। 

পাক পার্লামেমেন্টের ভিতরের আবহাওয়া বলেই দিচ্ছে পাকিস্তানের মসনদে ইমরানের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ঐ মসনদে দেখতে পাওয়া যাবে নতুন মুখ। কিন্তু সেই নতুন মুখ কার তা এখনও জানা যায়নি । বিদেশি শক্তি এবং কুটনীতির বিরুদ্ধে প্রচুর অভিযোগ এনে অথবা বিরোধীদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ এনেও তা ধোপে টিঁকল না। সম্ভবত সরে যেতেই হচ্ছে ইমরান খানকে। এদিকে ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages