আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/04/2022 : আজ সকালেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত গাঙ্গুলির এজলাস ঘিরে ধরলেন তৃণমূল সমর্থিত আইনজীবীরা।
হাইকোর্টের বিচারপতি অভিজিত গাঙ্গুলির এজলাস বয়কট করার ডাক দেন তৃণমূল সমর্থিত আইনজীবীরা। তাঁরা বিচারপতি গাঙ্গুলির এজলাসের দরজা আটকে মাটিতে বসে পড়েন। শ্লোগান পর্যন্ত দেন। এই ঘটনা নজিরবিহীন।
বিচারপতি অভিজিত গাঙ্গুলি বিক্ষোভকারীদের প্রশ্ন করেন, "আদালতে আমার এজলাস নিয়ে আপনাদের আপত্তির কারন কি ?" বিক্ষুব্ধরা জানান, 'আদালত নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। বার কাউন্সিল আদালত বন্ধ রাখতে চাইছে।'
এই বিষয়টি নিয়ে হাইকোর্টের তৃণমূল পন্থী আইনজীবী ও বিরোধী গোষ্ঠী আইনজীবীদের মধ্যে ফের সংঘাতের সৃষ্টি হয়। বিরোধীরা বলেন, "এই ঘটনা নজিরবিহীন এবং আদালত অবমাননার সামিল। এই ঘটনা সংবিধানের ওপর আক্রমণ।"
এই মুহুর্তে বিচারপতি অভিজিত গাঙ্গুলির এজলাসের সামনে কোনো ভীড় নেই। জায়গাটা খালি করে দেওয়া হয়েছে।
এদিকে হাইকোর্টের আর এক এজলাস নিয়েও কৌতূহল চরমে। গতকাল বিচারপতি অভিজিত গাঙ্গুলি নির্দেশ দিয়ে বলেছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গতকালই সিবিআই দপ্তরে গিয়ে তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে। এই নির্দেশের এক ঘণ্টার মধ্যে পার্থবাবু ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। স্টে অর্ডার পেয়ে গতকাল আর পার্থবাবুকে সিবিআই অফিসে যেতে হয় নি। সেই মামলার শুনানি এই মুহুর্তে চলছিল হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। সেই মামলায় চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে আদালত। সিবিআই 13ই মে তারিখের আগে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট।