আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 16/04/2022 : আসানসোল এবং বালিগঞ্জ, দুই উপ নির্বাচনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আসানসোলে এগিয়ে আছেন শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে আছেন বাবুল সুপ্রীয়।
আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, কিন্তু অনেকটাই হতাশ করেছে বিজেপি। আসানসোল এর আগে বিজেপিরই দখলে ছিল। সাংসদ ছিলেন বাবুল সুপ্রীয়। তিনি বিজেপি ছেড়ে তৃনমুলে যোগ দিয়েছিলেন। বিজেপির হয়ে এই কেন্দ্রে লড়ছিলেন অগ্নিমিত্রা পল। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী বিজেপি চার নম্বরে রয়েছে। অর্থাৎ বাম ও কংগ্রেসের পরে। যদিও গণনার এখন অনেক দফা বাকি রয়েছে। সব হিসেব পাল্টেও যেতে পারে।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও ছবিটা অনেকটা একই রকম। এখানেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রীয়। বাবুলের থেকে অনেকটাই পিছিয়ে আছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম, বিজেপি প্রার্থী জয়া ঘোষ। পিছিয়ে আছেন কংগ্রেস প্রার্থীও।