আজ খবর (বাংলা), চিল্কিগড়, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, 02/04/2022 : এপ্রিলের দুই তারিখ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উপলক্ষে চিল্কিগড় ৬ নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চিল্কিগড় ঈশ্বরচন্দ্র বিদ্যায়তনে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করা হল।
পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের গেটের সামনে ছাত্র-ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছিলেন উপস্থিত তৃণমূল যুব কংগ্রেসের নেতা-নেত্রী ও কর্মীরা। ছিলেন ৬নং অঞ্চল প্রধান চম্পাবতি বাস্কে, ব্লক সাধারণ সম্পাদক সাধুরাম মুর্মু, অঞ্চল সভাপতি শৈলেন মান্না, অঞ্চল যুব সভাপতি হিমাংশু দত্ত প্রমুখ।
এছাড়াও ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের ৬নং অঞ্চল কমিটি সদস্য স্বপন খামরই, পৃথ্বিশ দত্ত, বিবেকানন্দ মাহাতো, দিলীপ হেমব্রম, নিখিল মাহাতো, শান্তনু রায় সহ অঞ্চলের নেতৃত্ব।