আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 27/04/2022 : তীব্র দাবদাহের ভয়ঙ্কর দাপট এবার কিছুটা কমতে চলেছে। আজ এমনটাই খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
কিছুদিন ধরেই রাজ্য জুড়ে বিশেষ করে দক্ষিন বঙ্গের জেলাগুলিতে চলছে গ্রীষ্মের তীব্র দাবদাহ। মাঠ ঘাট শুকিয়ে যাচ্ছে। জলস্তর নেমে যাচ্ছে দ্রুত। পশ্চিমের জেলাগুলিতে রীতিমত লু বইছে। তীব্র দাবদাহে হাসপাতালগুলিতে অসুস্থতা নিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। আজ কলকাতায় যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যূ হয়েছে ডিহাইড্রেশন ও দাবদাহের কারনে।
রাজ্যজুড়ে চলতে থাকা এই রকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার আগামী 2রা মে তারিখ থেকে রাজ্যে গরমের ছুটি ঘোষনা করেছেন। বন্ধ থাকবে স্কুল কলেজও। 24 দিন এগিয়ে আনা হল গরমের ছুটি। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের। এই মর্মে শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন তিনি।
তবে এই মুহুর্তে কিছুটা আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও। তারা জানিয়েছে আর দুই বা তিন দিন এই রকম তীব্র দাবদাহ চলবে রাজ্যের দক্ষিন বঙ্গের জেলাগুলিতে। তবে আগামী মাসের 2 তারিখ থেকেই দক্ষিন বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। তাতে করে দক্ষিন বঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ অনেকটাই কমতে পারে। যদিও প্রথম সপ্তাহেই পর্যাপ্ত বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দফতর। তবু এই তীব্র গরমে আপামর বঙ্গবাসী অল্প হলেও বৃষ্টির দিকে চেয়ে আছেন বৈ কি !