![]() |
সায়রা শাহ হালিম, বাম প্রার্থী |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 04/04/2022 : এবার দক্ষিন কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের ওপর চোখ থাকবে আম জনতার। এখানে বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 12 তারিখে। বিজেপি থেকে দাঁড়িয়েছেন কেয়া ঘোষ। তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন পদ্ম থেকে ঘাস ফুল শিবিরে যোগ দেওয়া বাবুল সুপ্রীয় এবং বাম প্রার্থী সায়রা শাহ হালিম।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিমণ্ডলে থাকা বাম প্রার্থী সায়রার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তিনি একজন লেখিকা, জনপ্রিয় সমাজসেবী। তাঁতের শাড়ি বিষয়টিকেও তিনি চেনেন খুব ভালভাবে। সায়রা ভোটের অঙ্কও বোঝেন সুক্ষভাবে।
হবে নাই বা কেন! সায়রা শাহ হালিমের শ্বশুরমশাই হাসিম আবদুল হালিম সাহেব দীর্ঘ দিন ধরেই ছিলেন বিধানসভার স্পিকার। বহু বছর তিনি রাজ্যের রাজনীতিকে সমৃদ্ধ করে গিয়েছেন। সায়রার স্বামী হলেন ড: ফুয়াদ হালিম। যিনি নিজে একজন স্বনামধন্য চিকিৎসক আবার জনপ্রিয় বাম নেতাও বটে।
গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বামফ্রন্ট এর হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। আক্রান্তও হয়েছিলেন। ফুয়াদ এবং সায়রার বিয়েতে আশীর্বাদ করতে এসেছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এমনকি সুব্রত মুখোপাধ্যায়ও।
এরকমই একটি রাজনৈতিক পরিমণ্ডলে থাকা সায়রা শাহ হালিম অনেক আশা জাগিয়ে এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বালিগঞ্জ উপনির্বাচনে। তাঁকে আশির্ব্বাদ করেছেন বলিউড অভিনেতা তথা সায়রার সম্পর্কের কাকা নাসিরুদ্দিন শাহ।
এবারের নির্বাচনে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী এবং বদ্ধপরিকর সায়রা নিজেও। প্রতিদিন বালিগঞ্জের বিভিন্ন অলিতে গলিতে চলছে প্রচারের কাজ। সঙ্গে রয়েছেন চিকিৎসক স্বামী ড: ফুয়াদ হালিমও। বালিগঞ্জ থেকে ভালই সাড়া পাচ্ছেন দুজনে। তাই এবার রাজনৈতিক মহলের চোখ থাকবে বাম প্রার্থী সায়রা শাহ হালিমের ওপর।