আজ খবর (বাংলা), বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, 14/04/2022 : শেষমেশ বেহালার তৃণমূল নেতা বাপন ব্যানার্জিকে দল থেকে বহিষ্কার করে দিল তৃণমূল কংগ্রেস। এরপর থেকে বাপন ব্যানার্জির (সোমনাথ) সাথে তৃণমূল যূব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক রইল না।
বাপন ব্যানার্জি যূব কংগ্রেসের সভাপতি ছিলেন। দল এখন তাকে বহিষ্কার করেছে। বেহালার চড়কতলা অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। চলে বোমা এবং গুলি। গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই বিবাদ তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘাত হিসেবে দেখা গেলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তা অস্বীকার করা হয়েছে। বাপন ব্যানার্জির বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে।
ঘটনার সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় দেখালেও ঘটনার পর 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বাপন ব্যানার্জি ঐ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে।
আজ বাপন ব্যানার্জির বাড়ির লোকেরা বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জির সাথে দেখা করলে বাপনকে অবিলম্বে পুলিশের কাছে স্যারেন্ডার করার পরামর্শ দেন তিনি। গোটা বিষয়টি নিয়ে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে বেহালার 121 নম্বর ওয়ার্ডের চড়কতলা এলাকা। পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বাপনকে।