আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 08/04/2022 : ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে দার্জিলিং-এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং দার্জিলিং (এইচএনআই)-এ 'ক্যালিসথেনিক্স ওয়ার্ল্ড কাপ' এবং 'ইন্ডিয়ান স্ল্যাকলাইন চ্যাম্পিয়নশিপ' – রাশ ফেস্ট, ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
ভারতে এই প্রথম ক্যালিসথেনিক্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হল। তেসরা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত এইচএনআই-এর অ্যাম্ফিথিয়েটারে এই প্রতিযোগিতা দুটি অনুষ্ঠিত হয়েছে।
এইচএনআই-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শ্রী জয় কিষাণ সমাপ্তি অনুষ্ঠানে জানান, প্রথমবারের মতো দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এর মাধ্যমে ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন এবং দার্জিলিং-এ অ্যাডভেঞ্চার পর্যটনের প্রসারে সুবিধা হবে। কাতার, সৌদি আরব, তিউনিসিয়া এবং নেপাল থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতা দুটিতে অংশগ্রহণ করেন। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, স্যুইজারল্যান্ড এবং জার্মানি থেকে আন্তর্জাতিক বিচারকরা প্রতিযোগীদের প্রদর্শনীর মূল্যায়ন করেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।