আজ খবর (বাংলা), সুনচিয়ন, দক্ষিন কোরিয়া, 09/04/2022 : পারলেন না পি ভি সিন্ধু। দক্ষিন কোরিয়ার সুনচিয়নের পালমা স্টেডিয়ামে সেমিফাইনালের খেলায় তিনি বিশ্রীভাবেই হেরে গিয়ে বিদায় নিলেন কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ থেকে।
আজকের ম্যাচে পি ভি সিন্ধুকে খেলার নিয়ন্ত্রণ পেতেই দেয় নি প্রতিপক্ষ এন সিওং। দক্ষিন কোরিয়ার এই খেলোয়াড় বিশ্বের চার নম্বর খেলোয়াড়। সিন্ধুর সাথে ম্যাচে খেলার নিয়ন্ত্রণ প্রথম থেকেই নিজের হাতে রেখে দিয়েছিলেন সুকৌশলে।
প্রথম গেমে 21-14 পযেন্টে হেরে যান সিন্ধু। ঐ গেমে প্রতিপক্ষ 3 পয়েন্ট করে লিড নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু সিন্ধুকে কখনই নিজের ধারে কাছে পৌঁছাতে দেন নি। দ্বিতীয় গেমে 17-21 পযেন্টে হেরে যান পি ভি সিন্ধু। 49 মিনিটের মধ্যেই খেলা শেষ হয়ে যায়।