আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 15/04/2022 : উত্তর কলকাতার মানিকতলায় বসল প্রয়াত ও প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মূর্তি।
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের আবক্ষ মূর্তির শুভ উন্মোচন হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। কিছু দিন আগেই দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন সাধন পান্ডে। এবার তার স্মৃতি অক্ষয় রাখতে তৃণমূল কর্মী বান্টি পালের উদ্যোগে সাধন পান্ডের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো।
এদিন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার কন্যা তথা তৃণমূল মুখপাত্র শ্রেয়া পান্ডে। সাধনবাবুর সহধর্মিণী সুপ্তি পান্ডে, পৌরোপিতা শান্তি রঞ্জন কুন্ডু, সৌম্য বক্সী, শক্তি প্রতাপ সিং সহ আরও অনেকে। এছাড়াও এদিন এলাকার দুঃস্থ শিশু পড়ুয়াদের শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।
রিপোর্ট : অরিন্দম মন্ডল