'হৃদ মাঝারে' 'জীবন যুদ্ধ' নতুন মোড়কে চেনা গল্পকথা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'হৃদ মাঝারে' 'জীবন যুদ্ধ' নতুন মোড়কে চেনা গল্পকথা

Share This

'হৃদ মাঝারে' 'জীবন যুদ্ধ' নতুন মোড়কে চেনা গল্পকথা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/04/2022 : গ্রাম্য কু-সংস্কারাছন্ন সমাজের এক কন্যাদায়গ্রস্ত অসহায় পরিবারের কাহিনী নিয়ে নতুন টেলিফিল্ম আসছে, যার নাম "হৃদ মাঝারে।"

সৌমিতা মুভিস নিবেদিত টেলিফিল্ম  প্রযোজনায় সুবীর ঘোষ (নিতাই) এবং চিত্রনাট্য-সংলাপে সুমিত্র ব্যানার্জী ও অমিতাভ ব্যানার্জী পরিচালিত "হৃদ-মাঝারে" এর প্রিমিয়ার শো ও রনজিৎ দাস পরিচালিত প্রযোজক সুবীর ঘোষ (নিতাই) এর আত্মজীবনী নিয়ে রচিত কাহিনী "জীবন যুদ্ধ" এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। দুটি ছবিই রিলিজ করতে চলেছে।  এই সুন্দর অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয় যোগেশ মাইম একাডেমীর প্রেক্ষাগৃহে। 


এই টেলিফিল্মে গানে কণ্ঠ দিয়েছেন ভারত বিখ্যাত গায়ক কুমার শানু।  সঙ্গে থাকছেন  মা। এছাড়াও জীবন যুদ্ধ সিনেমার কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া যাবে বিনোদ রাঠোর, বাবুল সুপ্রিয়, দেবারতী দাশগুপ্তকে।  চিত্রগ্রহণ করেছেন সুদেব সাহা। 

রিপোর্ট : সমীর দাস

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages