সিপিআই(এম)এর রাজ্য কমিটির নয়া সম্পাদক মণ্ডলী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিপিআই(এম)এর রাজ্য কমিটির নয়া সম্পাদক মণ্ডলী

Share This

সিপিআই(এম)এর রাজ্য কমিটির নয়া সম্পাদক মণ্ডলী


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/04/2022 :  সিপিআই(এম) এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নয়া সম্পাদক মণ্ডলীর তালিকা প্রকাশ করা হল। এই তালিকায় শীর্ষে রয়েছে মহম্মদ সেলিমের নাম। 

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলী - 

১) মহম্মদ সেলিম (সম্পাদক), ২) রামচন্দ্র ডোম, ৩) শ্রীদীপ ভট্টাচার্য্য, ৪) অমিয় পাত্র, ৫) সুজন চক্রবর্তী, ৬) আভাস রায়চৌধুরী ,  ৭) সুমিত দে,  ৮) শমীক লাহিড়ী, ৯) দেবলীনা হেমব্রম (নতুন সদস্য) - বাঁকুড়া, ১০) কল্লোল মজুমদার,  ১১) অনাদি সাহু,  ১২) পলাশ দাস,   ১৩) দেবব্রত ঘোষ (নতুন সদস্য) - হুগলী,  ১৪) জীবেশ সরকার (নতুন সদস্য) - দার্জিলিং এবং ১৫) জিয়াউল আলম (নতুন সদস্য) - জলপাইগুড়ি।

তালিকা অনুযায়ী 5 সদস্যের সম্পাদকমন্ডলীতে জায়গা পেয়েছেন দেবলিনা হেমব্রম, দেবব্রত ঘোষ, জীবেশ সরকার ও জিয়াউল আলম। বয়স জনিত কারণে বাদ পড়লেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্য দের মত সিপিআইএম নেতারা। শুক্রবার শেষ হবে এই দুই দিনব্যাপী রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages