আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/04/2022 : সিপিআই(এম) এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নয়া সম্পাদক মণ্ডলীর তালিকা প্রকাশ করা হল। এই তালিকায় শীর্ষে রয়েছে মহম্মদ সেলিমের নাম।
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলী -
১) মহম্মদ সেলিম (সম্পাদক), ২) রামচন্দ্র ডোম, ৩) শ্রীদীপ ভট্টাচার্য্য, ৪) অমিয় পাত্র, ৫) সুজন চক্রবর্তী, ৬) আভাস রায়চৌধুরী , ৭) সুমিত দে, ৮) শমীক লাহিড়ী, ৯) দেবলীনা হেমব্রম (নতুন সদস্য) - বাঁকুড়া, ১০) কল্লোল মজুমদার, ১১) অনাদি সাহু, ১২) পলাশ দাস, ১৩) দেবব্রত ঘোষ (নতুন সদস্য) - হুগলী, ১৪) জীবেশ সরকার (নতুন সদস্য) - দার্জিলিং এবং ১৫) জিয়াউল আলম (নতুন সদস্য) - জলপাইগুড়ি।
তালিকা অনুযায়ী 5 সদস্যের সম্পাদকমন্ডলীতে জায়গা পেয়েছেন দেবলিনা হেমব্রম, দেবব্রত ঘোষ, জীবেশ সরকার ও জিয়াউল আলম। বয়স জনিত কারণে বাদ পড়লেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্য দের মত সিপিআইএম নেতারা। শুক্রবার শেষ হবে এই দুই দিনব্যাপী রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক।