আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 11/04/2022 : জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এবং আয়ুস বিভাগের উদ্দ্যেগে পালিত হলো হোমিওপ্যাথির জনক ডাঃ ক্রিস্টিয়ানো স্যামুয়েল হানিমেনের জন্মদিন।
১৭৫৫ সালে 10 ই এপ্রিল জার্মান দেশে জন্মগ্রহণ করেছিলেন একদিকে প্রখ্যাত চিকিৎসক তথা বিকল্প চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথির সৃষ্টি কর্তা ক্রিস্টিয়ানো স্যামুয়েল হ্যানিম্যান।
এই বিশ্ব বিখ্যাত ব্যাক্তির জন্মদিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করলো জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর এবং আয়ুস বিভাগ।
হোমিওপ্যাথি বিভাগে হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভারপ্রাপ্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মৃদুল ঘোষ সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগণ।
এই প্রসঙ্গে ডাঃ মৃদুল ঘোষ জানান, "এই বিশ্ব বরেণ্য হোমিওপ্যাথির জনকের জন্মদিন পালনের সঙ্গেই আগামী এক সপ্তাহ বিভিন্ন কর্মসূচির ও আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হলো।"