আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/04/2022 : এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেতেই আজ ফের অনুব্রত মন্ডলকে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হল।
এর আগেই একাধিকবার অনুব্রত মন্ডলকে গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হয়েছিল। শেষবার অর্থাৎ পঞ্চমবার অনুব্রত মন্ডল সিবিআই অফিসে হাজিরা দিতে না গিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে গয়ে ভর্তি হয়ে যান। তাঁর আইনজীবিরা সিবিআই অফিসে গিয়ে অনুব্রতবাবুর শাররিক অবস্থার ব্যাখা দিয়ে আসেন।
কিন্তু দীর্ঘ 17 দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে চিকিত্সার পর অনুব্রত মন্ডল গতকালই বাড়ি ফিরে গিয়েছেন। কেননা চিকিৎসকরা তাঁকে অন্তত এক মাস বিছানায় শুয়ে বিশ্রাম নিতে বলেন।
আজ সুস্থ হতেই সিবিআই অনুব্রত মন্ডলকে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হল। সময় সীমা দেওয়া হয়েছে বিকেল সাড়ে পাঁচটা। এই সময়সীমার মধ্যেই অনুব্রত মন্ডলকে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে।
এদিকে গরু পাচার কাণ্ডে সতীশ কুমার নামে আজ এক বিএসএফ কমান্ডান্টকে গ্রেপ্তার করেছে সিবিআই। মোট আট ঘন্টা জেরা করার পর ঐ জওয়ানকে গ্রেপ্তার করেছে সিবিআই।