আজ খবর (বাংলা), ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা , পশ্চিমবঙ্গ, ১৫/০৪/২০২২ : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার ময়দানের ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাব হিসেবে উঠে এল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কলকাতা ফুটবল ময়দানে আজ নতুন বছরের প্রথম দিনে আত্মপ্রকাশ করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এবার থেকে ফার্স্ট ডিভিশনটি ফুটবলে অংশগ্রহণ করবে এই ক্লাব। আগামী মাসে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স কাপেও অংশগ্রহণ করবে ডায়মন্ড হারবারের এই নতুন ফুটবল ক্লাব।
আজ বাংলা বছরের নতুন সকালে এলাকার সাংসদ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের শুভ সূচনা করলেন। এমপি ক্লাবেও এই নতুন ক্লাব খেলবে বলে জানান তিনি। অভিষেক বলেন, "২০১৯ সালে আমি কথা দিয়েছিলাম এখানে ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাব গড়ে তুলব। সেই কথা আমি আজ রাখতে পেরে খুব আনন্দ পাচ্ছি। এই কাজ আগেই হয়ে যেত , কিন্তু করোনার জন্যে অআমাদে মাঝখানে অনেকগুলো দিন অপেক্ষা করতে হয়েছে। ডায়মন্ড হারবারে এমন অনেক ফুটবলার আছেন, যাঁরা খুব ভাল খেলেন অথচ তাঁরা ঠিকমত জায়গা পান না. আমরা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করে এই অঞ্চলের ফুটবল প্রতিভাদের সুযোগ দেব, তারাও ফুটবল মাঠে নিজেদেরকে মেলে ধরবে। আমি দলমত নির্বিশেষে সকলকে আহবান জানাচ্ছি এই ক্লাবে আসার জন্যে। রাজনীতি করুন বা না করুন প্রত্যেকেই আমন্ত্রিত।"
আজ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের উদ্বোধন হয়ে গেল. ফার্টেস্ট ডিভিশনে ফুটবল খেলতে গেলে আইএফএ-র যে সমস্ত বিধি নিষেধ রয়েছে, তা সবই পার করেছে নতুন এই ক্লাব। এবার শুধু টুর্নামেন্টে নামার অপেক্ষা। আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার এক ঝাঁক প্রাক্তন ফুটবলার এবং রাজনীতিবীদ।