আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 13/04/2022 : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক প্রতিরোধী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ‘হেলিনা’র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এই পরীক্ষার অঙ্গ হিসেবে আজ হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সঙ্গে অধিক উচ্চতায় এই পরীক্ষা চালিয়েছে। এটি সফল ভাবে পরীক্ষার দ্বিতীয় উদ্যোগ।
আজকের এই পরীক্ষামূলক উৎক্ষেপণটি বিভিন্ন এলাকায় আলাদা আলাদা উচ্চতায় ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতার বিষয়টি নিশ্চিত করেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা পরীক্ষামূলক উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেছেন। এই পরীক্ষামূলক উৎক্ষেপণের ইনফ্রা-রেড সিকারের প্রয়োগটি দেখা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীতে ‘হেলিনা’র অন্তর্ভুক্তি আরো নিশ্চিত হল।
এর আগে রাজস্থানের পোখরানে হেলিনার সফল উৎক্ষেপণ প্রমাণ করেছে, এটি মরুভূমিতেও কার্যকর।
তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক প্রতিরোধী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হেলিনা প্রত্যক্ষভাবে আক্রমণের পাশাপাশি উপর থেকেও আঘাত হানতে সক্ষম। এই ব্যবস্থাটি যে কোন আবহাওয়ায় দিনে ও রাতে কার্যকর, এছাড়াও প্রচলিত সমরাস্ত্র এবং বিস্ফোরক তেজস্ত্রিয় সমরাস্ত্র সহ ট্যাঙ্কগুলি কে এই ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে সক্ষম।