আজ খবর (বাংলা), দেওঘর, ঝাড়খন্ড, 11/04/2022 : বাবাধাম দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত 2, গুরুতর আহত 8 জন এবং 12 টি ট্রলিতে মোট 48 জন এখনও আটকে আছেন। তাঁদের উদ্ধার করার জন্যে আধাসেনা কাজ করে চলেছে।
দেওঘরে সারা বছর ভীড় লেগে থাকে তীর্থযাত্রী ও পর্যটকদের। এখানে ত্রিকুট পাহাড়ের একটি চূড়া থেকে আর একটি চূড়ায় যাওয়ার জন্যে রোপওয়ে করা রয়েছে। যাত্রীরা এই রোপওয়ে ব্যবহার করতেই বেশি পছন্দ করেন। আর তাই প্রতিদিন বিশাল লাইন পড়ে এই রোপওযেতে চড়ার জন্যে।
গতকালও বেশ ভীড় হয়েছিল। কিন্তু গতকাল বিকেলে রোপ ওয়ের দুই ট্রলির মধ্যে ধাক্কা লেগে যায়। এই ঘটনায় দুই মহিলার মৃত্যূ হয়েছে। আটজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রোপ ওয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইতিমধ্যেই রাত্রি নামে। কিন্তু কোনোভাবেই সেখানে উদ্ধারকাজ সেভাবে চালু করা যায় নি। রোপওয়ের যাত্রীরা কার্যত ট্রলিগুলির মধ্যেই রাতভর আটকে থাকেন। মোট 12 টি ট্রলিতে 48 জন যাত্রী আটকে আছেন বলে জানা গিয়েছে।
ঝাড়খন্ড সরকারের তরফ থেকে উদ্ধারকাজের জন্যে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়। কেননা দড়িতে ঝুলে থাকা ট্রলিগুলিতে কোনোভাবেই পৌঁছানো যাচ্ছিল না। এর পর আজ ভোর হতেই এনডিআরএফ এর জওয়ানরা হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলে ট্রলিগুলিতে পৌঁছে উদ্ধারকাজ চালাতে শুরু করেন। এই মুহুর্তে প্রশাসনের মন্ত্রী, কর্তাব্যক্তি ও আধিকারিকরা উদ্ধারকাজ তদারকি করছেন।