ফের রাজ্যপালের সমালোচনা করলেন কুনাল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের রাজ্যপালের সমালোচনা করলেন কুনাল

Share This

ফের রাজ্যপালের সমালোচনা করলেন কুনাল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 14/04/2022 : আজ রাজ্যপালকে ফের একবার বিজেপির এজেন্ট বলে অভিহিত করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। 

আজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিধানসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি নদীয়ার হাঁসখালির নাবালিকাকে গণ ধর্ষণ এবং সেই সম্পর্কিত অপরাধ সম্পর্কে বলতে থাকেন। রাজ্য সরকারের শাসন ব্যব্স্থা নিয়ে তিনি সমালোচনা করতে থাকেন। 

সেখানেই উপস্থিত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে রাজ্যপালের সাংবাদিক বৈঠক করা নিয়ে আপত্তি করেন।

রাজ্যপালের বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হতে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, "উনি (ধনকর) বিজেপির এজেন্ট হয়ে গিয়েছে। উনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলি চোখে দেখতে পাচ্ছেন না। নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে উনি রাজ্যকে অপদস্থ করার চেষ্টা করে চলেছেন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages