আজ খবর (বাংলা), নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, 12/04/2022 : আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রো স্টেশনে শ্যুট আউট। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে ব্রুকলিনের মেট্রো স্টেশনে আততায়ী মুখে গ্যাস মাস্ক পড়ে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে দেয়। আতঙ্কে যাত্রীরা ছুটে পালাতে শুরু করে। এরপর ঘটনাস্থলে গ্যাস বোম্ব ফাটিয়ে আততায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 5 জনকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আরও 13 জনকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।
পুলিশ গোটা এলাকা কর্ডন করে ঘিরে নিয়েছে। আততায়ীর খোঁজে শহর জুড়ে চিরুনী তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এখনও।
এই ঘটনার সাথে নাশকতার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে নিউ ইয়র্ক শহরে।