আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/04/2022 : বগটুই কাণ্ডে পালিয়ে যাওয়া চার জনকে গ্রেপ্তার করল সিবিআই।
আজ বীরভূমের বগটুই কাণ্ডে পালিয়ে যাওয়া চার জনকে মুম্বই থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। এদের মধ্যে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখ। এই চার জনকে আজ মুম্বইয়ের আদালতে তোলা হয়েছে। এরপর ট্রানজিট রিমান্ডে তাদের কলকাতায় আনা হবে বলে জানা যাচ্ছে।
মনে করা হচ্ছে, বগটুই কাণ্ডে এই প্রথম বড় সাফল্য পেল সিবিআই। এদিকে অসুস্থ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট চাইল সিবিআই। গতকাল নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্যে অনুব্রত মন্ডলকে পঞ্চমবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু বীরভূম থেকে নিজাম প্যালেসে না এসে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। আজও তাঁর সুগার লেভেল ছিল বেশি। রক্তে অক্সিজেনের মাত্রা ছিল কম। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক কেমন তা জানতে চায় সিবিআই।
এ জন্যে আজ আসানসোলের আদালতেও আবেদন জানিয়ে সিবিআই বলেছে, "যখনই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হয়ে যান। আদালত যদি এমন কোনো উপায়ের সন্ধান দেয় যাতে অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।"