উত্তরবঙ্গের অরণ্য থেকে 4 ক্যাঙারু শাবক উদ্ধার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তরবঙ্গের অরণ্য থেকে 4 ক্যাঙারু শাবক উদ্ধার

Share This

উত্তরবঙ্গের অরণ্য থেকে 4 ক্যাঙারু শাবক উদ্ধার

আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 02/04/2022 : পাচার হতে যাওয়া ক্যাঙারু শাবকদের উদ্ধার করল বন দপ্তর। 

গতকাল রাতে গোপন ও নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে গজলডোবা রেঞ্জ থেকে দুটি ক্যাঙারু শাবককে উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। ভারতে ক্যাঙারু পাওয়া যায় না। তা সত্বেও উত্তরবঙ্গের বনভুমিতে কিভাবে ক্যাঙারু এল তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে বন দপ্তর। 


নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে যখন বন দপ্তরের কর্মীরা অভিযান চালাচ্ছিলেন, মনে হয় তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে বনের মধ্যে ক্যাঙারু শাবকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের আলাদা আলাদা জায়গা থেকে মোট 4টি ক্যাঙারু শাবক উদ্ধার করা হয়েছে বলে জনা গিয়েছে বন দপ্তর সূত্রে। সেই 4টি ক্যাঙারু শাবকের মধ্যে 3টি এখনও জীবিত আছে। একটি মারা গিয়েছে, ঐ ক্যাঙারু শাবককে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়েছিল। জীবিত ক্যাঙারুদের শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। জীবিত ক্যাঙারুদের চিকিৎসা করা হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages