মাটি চাপা পড়ে জখম 3 বালক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মাটি চাপা পড়ে জখম 3 বালক

Share This

মাটি চাপা পড়ে জখম 3 বালক


আজ খবর (বাংলা), করণদিঘি, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 25/04/2022 : মাটির নিচে চাপা পড়ে  গুরুতর আহত ৩ টি নাবালক। 

উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা আলতাপুর ১ নং গ্রাম পঞ্চায়েত, আলতাপুর হাইস্কুলে পিছনে শিব মন্দির সামনে, ভুট্টা ক্ষেতের পাশে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা কাজ চলছিল।  জেসিবি মেশিন, মাটি কেটে চলে যাওয়ার পরে, তিনটি নাবালক বাচ্ছা সেই জায়গায় খেলতে যায়। তারপর হঠাৎ মাটি  ধসে পড়ে তারা তার নিচে চাপা পড়ে যায়।  

তাদের চীৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। মাটির নিচে থেকে বের করে রায়গঞ্জ সুপারস্পেলিটি  হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।  মাটির নিচে চাপা পড়া বাচ্ছাগুলোর নাম, 1. বিটন সিংহ 2. পবন দাস,  3 .সুশান্ত সরকার।


স্থানীয় লোকজনরা বলেন আলতাপুর ১ গ্ৰাম পঞ্চায়েত সদস্য পদ্ম দাস তার নিজের জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে।  নিচু জায়গা উচু করার জন্য মাটি ভরাট করে, সেই জেসিবি মেশিন দিয়ে মাটি কাটা খালে খেলতে গিয়ে চাপা পড়ে আহত হয়  ৩ নাবালক ছেলে। আহত ২ জন নাবালক চিকিৎসাধীন রায়গঞ্জ সুপারস্পেলিষ্ট হাসপাতালে, ১জন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages