আজ খবর (বাংলা), বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/04/2022 : এবার তারাতলা ফ্লাই ওভারে ফাটল দেখা দিল, অশনি সঙ্কেত দেখে আজ ঘেকেই অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল তারাতলা ফ্লাইওভার।
বেহালার মাঝেরহাট সেতু ভেঙ্গে পড়ার পর থেকেই কলকাতা শহরের সমস্ত উড়াল পুলের স্বাস্থ্য পরীক্ষা করছে রাজ্য সরকার। শহরের অন্যান্য সেতুও বন্ধ রাখা হয়েছে প্রয়োজনে। উত্তর কলকাতার চিৎপুর সেতু ভেঙ্গে ফেলে নতুন করে নির্মান করার কাজ চলছে জোর কদমে।
এবার বেহালা তথা ডায়মন্ড হারবার যাওয়ার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাতলা ফ্লাইওভারে ফাটল বা গর্ত দেখতে পাওয়া গেল। খবর পেয়েই রাজ্য সরকারের প্রতিনিধিরা সেখানে যান এবং সরেজ্মিনে পরিদর্শন করেন।
সিদ্ধান্ত নেওয়া হয়, আজ থেকেই ঐ সেতুর মেরামতির কাজে হাত দেওয়া হবে। শনিবার থেকে শুরু করে তিনদিন তারাতলা সেতু বন্ধ রেখে ভেঙ্গে যাওয়া জায়গাটুকু সারিয়ে ফেলা হবে। পিডাবলুডি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।