![]() |
উদ্ধার হওয়া 9 জনের মধ্যে 1 জন |
আজ খবর (বাংলা), শেওড়াফুলি, হুগলি, 27/07/2022 : ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শেওড়াফুলির গঙ্গার ঘাটে। তলিয়ে গেল দুই কিশোর।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে দুপুর দুটোর পর শেওড়াফুলির কাছে ছাতুগঞ্জের ঘাটে আসে নয় কিশোরের একটি দল। তীব্র দাবদাহ থেকে বাঁচতে তখন নদীর জলে সাঁতার কেটে বেড়াচ্ছে স্থানীয় কচিকাঁচারা। গরম থেকে রেহাই পেতেই হয়ত 9 জনের ঐ কিশোরের মধ্যে কয়েকজন নদীর জলে সাঁতার কাটতে নামে।
এরপরেই সেখানে চীৎকার শোনা যায়। তাদের চীৎকার শুনেই ছুটে যায় স্থানীয়রা। তারা কয়েকজনকে উদ্ধার করলেও নদীর জলে তলিয়ে যায় দুই জন।
নদীতে তলিয়ে যাওয়া দুজনের খোঁজে উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। ডুবুরিও নামানো হয়, কিন্তু দুজনের কোনো হদিশ এখনও পাওয়া যায় নি।