আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, 06/04/2022 : নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের ত্রালে আজ লস্কর ই তৈবার দুই সশস্ত্র জঙ্গী খতম হয়েছে।
আজ শকাল থেকেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সংঘর্ষ শুরু হয়েছিল নিরাপত্তা বাহিনী ও জঙ্গীদের মধ্যে। ব্যাপক গুলির লড়াই চলতে থাকে দুই পক্ষের মধ্যে। এর মধ্যেই প্রথমে খবর আসে এক জঙ্গীর মৃত্যূ হয়েছে। পরে জানানো হল দ্বিতীয় জঙ্গীরও মৃত্যূ হয়েছে এনকাউনটারে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, এরা দুজনেই লস্কর ই তৈবার সদস্য।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, "দুই সশস্ত্র জঙ্গীকে নিষ্ক্রিয় করা গিয়েছে। তাদের মৃত্যূ হয়েছে। এদের নাম সফত মুজাফ্ফর সোফি ওরফে আগুর মুয়াভিয়া এবং উমর তেলি ওরফে তালহা। এরা দুজনেই লস্কর ই তৈবা জঙ্গী দলের সদস্য।
সংঘর্ষের গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি চালানো হচ্ছে গ্রাম জুড়ে।