আজ খবর (বাংলা), হাবরা, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 26/03/2022 (11 চৈত্র) : ফের রেষারেষি !বাস থেকে তাড়াহুড়ো করে নামাতে গিয়ে বাসের চাকাতেই পিষ্ট হলেন এক যাত্রী। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করা হল।
বাসের থেকে যাত্রী নামাতে গিয়েছে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যাত্রীর। প্রতিবাসে হাতে লাঠি নিয়ে যশোর রোড অবরোধ করল স্থানীয়রা৷ জানাগিয়েছে মৃতের নাম দীবেন্দু বিশ্বাস। গাইঘাটা থানার চাঁদপাড়া মন্ডল পাড়ার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মণ্ডল পাড়া এলাকায়। ঘটনা স্থলে গাইঘাটা থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, হাবড়া থেকে DN44 বাসে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল দীবেন্দু। মণ্ডল পাড়ায় বাস থেকে নমতে গেলে বাস ঠিক করে দাঁড়ায় না। ফলে পরে গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তার। তাদের দাবি, এই এলাকায় দিয়ে খুব বাজে ভাবে গাড়ি চালায় DN44। প্রশাসন কে তা জানিয়েও কোন লাভ হয় নি।